লোহাগাড়ায় মারছা বাসের চাপায় যুবক নিহত, সড়ক অবরোধ

চাটগাঁ নিউজ ডেস্ক: লোহাগাড়ায় যাত্রীবাহী মারছা বাসের চাপায় মো. জাগির হোসেন (২১) এক যুবক নিহত হয়েছেন। নিহত মো. জাগির হোসেন একই এলাকার আবুল ফজরের ছেলে।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দুপুর ২টায় চুনতি ইউনিয়নের চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের কাজি ফার্ম এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, দুপুরে মারছা পরিবহনের কক্সবাজারমুখী একটি বাস চুনতি ইউনিয়নের কাজি ফার্ম এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে একটি বৈদ্যুতিক খুঁটির সাথে ধাক্কা দেয়। এসময় সড়কের পাশে থাকা এক যুবককে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

লোহাগাড়া ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের মুহাম্মদ ফিরোজ খান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এদিকে, ঘটনার পর চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক অবরোধ করে রেখেছে স্থানীয়রা।

চাটগাঁ নিউজ/এমকেএন

Scroll to Top