রাঙ্গুনিয়ায় ধানক্ষেতে মিললো নিখোঁজ যুবকের মরদেহ

রাঙ্গুনিয়া প্রতিনিধি: রাঙ্গুনিয়ায় কাজ থেকে বাড়ি ফেরার পথে নিখোঁজ হয়েছিলো এক যুবক। খোঁজাখুঁজির একপর্যায়ে ধানক্ষেতে মিললো তার মরদেহ।

উপজেলার পারুয়া ইউনিয়নের উত্তর পারুয়া এলাকায় সোমবার (১৫ সেপ্টেম্বর) রাতে এই ঘটনা ঘটে। তার নাম নয়ন আচার্য (৩০)। তিনি ওই এলাকার মৃত ননী গোপাল আচার্য’র ছেলে।

পরিবার সুত্রে জানা যায়, নিহত নয়ন রানীরহাট এলাকায় একটি সিগারেট (মেরিজ) কোম্পানির সেলসম্যান হিসেবে কাজ করতেন। সোমবার রাত সাড়ে ৮টার দিকে তিনি রানীরহাট থেকে সাইকেলযোগে বাড়ি ফেরার পথে নিখোঁজ হন। দীর্ঘ সময়েও বাড়ি না ফিরলে স্বজনরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাকে পাচ্ছিলেন না। পরে রাত আড়াইটার দিকে পারুয়া ডিসি সড়কের পাশে একটি ধানক্ষেতে তার লাশ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। খবর ছড়িয়ে পড়লে আশপাশের লোকজন ঘটনাস্থল থেকে তার লাশ উদ্ধার করেন। এদিকে নয়নের মৃত্যুর সঠিক কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

রাঙ্গুনিয়া মডেল থানার ওসি এটিএম শিফাতুল মাজদার জানান, পরিবারের সাথে কথা বলে জেনেছি, নিহত যুবক দীর্ঘদিন ধরে মৃগীরোগে ভুগছিলেন। সম্ভবত এই কারণে তার মৃত্যু হয়েছে। বিষয়টি তিনি আরও খোঁজ নিচ্ছেন বলে জানান।

চাটগাঁ নিউজ/জগলুল/এমকেএন

Scroll to Top