পড়া হয়েছে: 60
চাটগাঁ নিউজ ডেস্ক: রাউজান হালদা নদীতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ জাল জব্দ করেছে প্রশাসন।
সোমবার (১৫ সেপ্টেম্বর) রাত ১১টা থেকে দিবাগত রাত ৩টা পর্যন্ত রামদাস মুন্সিরহাট এলাকা থেকে পেশকার হার্ট ব্রিজ পর্যন্ত নদীর বিভিন্ন অংশে এই অভিযান চালানো হয়।
অভিযানের নেতৃত্ব দেন রাউজান উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা তোফাজ্জেল হোসেন এবং হালদা অস্থায়ী নৌ পুলিশ ক্যাম্প। অভিযানে আনুমানিক সাড়ে পাঁচ থেকে ছয় হাজার মিটার চরঘেরা জাল জব্দ করা হয়। বর্তমানে জালগুলো নৌ-পুলিশ ক্যাম্পে রাখা আছে।
আজ মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সকালে জালগুলো শুকিয়ে আগুন দিয়ে বিনষ্ট করা হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
হালদা নদীকে রক্ষা করতে ও মাছ নিধন প্রতিরোধে নিয়মিত এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান কর্মকর্তারা।
চাটগাঁ নিউজ/এমকেএন