আনোয়ারা প্রতিনিধি: সততা, নিষ্ঠা ও সুনামের সঙ্গে দীর্ঘ ৩৮ বছর শিক্ষকতার পর অবসরে গিয়েছে মানুষ গড়ার কারিগর শম্ভু সরকার। তার অবসরে যাওয়ার বিদায়ের লগ্নে রাজকীয় বিদায় দেন স্কুলের শিক্ষক, শিক্ষার্থী, এডহক কমিটি ও এলাকাবাসীরা।
ফুলের শুভেচ্ছা ও আনুষ্ঠানিক বিদায় শেষে ফুলে সাজানো প্রাইভেটকারে করে পৌঁছে দেওয়া হয় বাড়িতে। সহকর্মী শিক্ষক ও শিক্ষার্থীদের কাছ থেকে এমন বিদায় পেয়ে আবেগ আপ্লুত হয়ে পড়েন এ বিদায়ী শিক্ষক। এছাড়া বিদায়ের বেলায় সবার চোখে ছিল পানি। সবমিলিয়ে পরিণত হয় আবেগঘন পরিবেশ।
সোমবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার চাতরী ইউনিয়ন বহুমুখী উচ্চ বিদ্যালয়ের বিজ্ঞান শিক্ষককে এমন বিদায় দেওয়া হয়। এর আগে স্কুল হল রুমে এডহক কমিটির আয়োজনে বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে এ শিক্ষককে সম্মাননা ও বিভিন্ন উপহার প্রদান করা হয়। এসময় এ বিদায়ী শিক্ষককে বিদায় জানাতে স্কুলের বর্তমান ও প্রাক্তন শিক্ষক, প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীরা ছুটে আসে। তারা তাদের প্রিয় শিক্ষককে নিয়ে স্কুল জীবনের স্মৃতিচারণ করেন।
বিদায়ী শিক্ষক শম্ভু সরকার বলেন, বিদায় অনেক কষ্টের। তবে আমার কোমলমতি শিক্ষার্থী, সহকর্মীর এমন বিদায় সংবর্ধনা পেয়ে আমি সত্যিই মুগ্ধ। বিদ্যালয়ের যেকোনো প্রয়োজনে আমি পাশে থাকবো।
অনুষ্ঠানের প্রধান অতিথি ও বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি অ্যাডভোকেট মো. হাসান কায়েস স্মৃতিচারণ করতে গিয়ে বলেন, স্যারের শূন্যতা কখনো পূরণ হবার নয়। আমি আমার শিক্ষাজীবনে তার সান্নিধ্য পেয়েছি। তিনি কখনো সময়ের অপব্যবহার করতেন না। যথাসময়ে স্কুলে আসতেন ও সময়মতো চলে যেতেন। তার নিয়মানুবর্তিতা ও সময়ানুবর্তিতা থেকে আমরা অনেক শিক্ষা নিয়েছি, যা আমাদের কর্মজীবনে কাজে লাগছে।
বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান শিক্ষক মো. আবু তাহের সভাপতিত্ব করেন। সহকারী শিক্ষক শান্তনু মজুমদার অনুষ্ঠানের সঞ্চালনা করেন। স্বাগত বক্তব্য রাখেন সহকারী প্রধান শিক্ষক মোহাম্মদ বাহাউদ্দিন। বিশেষ অতিথি ছিলেন বিদ্যালয়ের এডহক কমিটির সদস্য কাজী আবু তাহের।
চাটগাঁ নিউজ/সাজ্জাদ/এমকেএন