আলহাজ্ব সাবের আহমদ আর নেই, জানাজা বাদ এশা

চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রাম নগীর কুরবানীগঞ্জ বলুয়ারদিঘী পাড় খানকাহ শরীফের মতোয়াল্লি আলহাজ্ব নুর মোহাম্মদ আলকাদেরী (রহ.)-এর কনিষ্ঠ সন্তান আলহাজ্ব সাবের আহমদ ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

সোমবার (১৫ সেপ্টেম্বর) বিকেল ৫টায় নগরীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫২ বছর। তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।

গত রবিবার বিকাল ৪টায় তিনি ব্রেইন স্ট্রোকে আক্রান্ত হলে হাসপাতালে ভর্তি করা হয়। তাঁর মৃত্যু ঘটে বড় ভাই আনজুমান ট্রাস্টের সাবেক সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মুহাম্মদ মহসিনের ওফাত বার্ষিকীর দিনেই।

আলহাজ্ব সাবের আহমদ গাউসে জামান আল্লামা হাফেজ কারী সৈয়দ মুহাম্মদ তৈয়ব শাহ (রহ.)-এর প্রধান খলিফা আলহাজ্ব নুর মোহাম্মদ আলকাদেরী (রহ.)-এর কনিষ্ঠ সন্তান। তিনি গাউসিয়া কমিটি বাংলাদেশ চট্টগ্রাম মহানগরের সাবেক সহ-সভাপতি, আনজুমান মিডিয়া কমিটির সদস্য, খাজা গরীবে নেওয়াজ ওরশ উদযাপন কমিটির সদস্য ছিলেন। এছাড়া মা ও শিশু হাসপাতাল, রেড ক্রিসেন্ট ও ডায়াবেটিস হাসপাতালের আজীবন সদস্যসহ বিভিন্ন সামাজিক ও ধর্মীয় সংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন।

আজ রাত বাদ এশা জামেয়া আহমদিয়া সুন্নিয়া মাদ্রাসার ময়দানে নামাযে জানাযা অনুষ্ঠিত হবে। ইমামতি করবেন আওলাদে রাসূল (দ.) পীর-ই বাঙাল সৈয়্যদ মুহাম্মদ সাবির শাহ্ (মা.জি.আ)।

আলহাজ্ব সাবের আহমদের মৃত্যুতে আনজুমান-এ-রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মনজুর আলম মনজু, সেক্রেটারি জেনারেল আলহাজ্ব মুহাম্মদ আনোয়ার হোসেনসহ কেবিনেট সদস্যবৃন্দ ও গাউসিয়া কমিটির কেন্দ্রীয়, মহানগর, উত্তর-দক্ষিণ জেলার নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন।

চাটগাঁ নিউজ/এমকেএন

Scroll to Top