সীতাকুণ্ড প্রতিনিধি: চট্টগ্রামের সীতাকুণ্ডে একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে একজন নিহত ও আরো ২০ জন আহত হয়েছেন। নিহত যুবকের নাম মোহাম্মদ আলী (৩০)। তার পরিচয় পাওয়া যায়নি।
সোমবার (১৫ সেপ্টেম্বর) দুপুর ১২টার সময় উপজেলার ছোট কুমিরাস্থ ইলিয়াস পেট্টোল পাম্প সামনে ঢাকামুখী লেনে এ ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, সকালে চট্টগ্রাম থেকে ঢাকাগামী আইরিন পরিবহন (ঢাকা মেট্রো-ব-১৪-৮০৪৮) নামের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এসময় বাসের চাপায় পড়ে একজন নিহত হন। খবর পেয়ে কুমিরা ফায়ার সার্ভিসের সাব অফিসার আহসান আলীর নেতৃত্বে ফায়ার সার্ভিসের টিম ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজে এগিয়ে আসে।
বার আউলিয়া হাইওয়ে থানার এসআই জাকির হোসেন বলেন, নিয়ন্ত্রণ হারিয়ে একটি ঢাকামুখী বাস সড়কের পাশে উল্টে যায়। এতে একজন নিহত এবং ২০ যাত্রী আহত হন। আহতদের উদ্ধার করে চমেক হাসপাতালে প্রেরণ করা হয়েছে। গাড়িটি উদ্ধার করে থানার নিয়ে যায়। এব্যাপারে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।
চাটগাঁ নিউজ/দুলু/এমকেএন