সীতাকুণ্ড প্রতিনিধি: সীতাকুণ্ডে জোয়ারের পানিতে ভেসে আসা একটি অজ্ঞাত পুরুষের লাশ উদ্ধার করেছে নৌ-পুলিশ।
সোমবার (১৫ সেপ্টেম্বর) দুপুর ১টার সময় উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নের আকিলপুর সাগর উপকূল থেকে অর্ধগলিত লাশটি উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, সকাল ১০টার দিকে আকিলপুর সাগর উপকূল জোয়ারের পানিতে একটি অর্ধগলিত পুরুষের লাশ ভেসে আসে। স্থানীয়রা বিষযটি নৌ পুলিশকে জানালে দুপুর একটার সময় এসআই নেছার উদ্দিন গাউসিয়া কমিটির সহযোগিতায় লাশটি উদ্ধার করেন।
কুমিরা নৌ-পুলিশের ইনচার্জ মোহাম্মদ ওয়ালি উদ্দিন আকবর ঘটনা সত্যতা স্বীকার করে জানান, উপজেলার আকিলপুর এলাকার স্থানীয়দের তথ্যমতে জানতে পারি, সাগর উপকূল জোয়ারের পানিতে একটি অর্ধগলিত অজ্ঞাত পুরুষের লাশ ভেসে এসেছে। এমন সংবাদের ভিত্তিতে আমরা ঘটনাস্থলে গিয়ে গাউছিয়া কমিটির সহযোগিতায় লাশটি উদ্ধার করে সুরতহাল রিপোর্ট পরবর্তী ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করেছি।
ধারণা করা হচ্ছে লাশটি আনুমানিক ৯/১০ দিন আগের। লাশটির পরিচয় সংগ্রহের চেষ্টা চলছে। আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন।
চাটগাঁ নিউজ/দুলু/এমকেএন