চট্টগ্রাম নগরীতে বৃদ্ধের অর্ধগলিত মরদেহ উদ্ধার

চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানাধীন রুমঘাটা এলাকা থেকে এক বৃদ্ধের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পুলিশের ধারণা, মরদেহটি প্রায় ৭-৮ দিন আগের। মূলত পারিবারিক কলহের জেরে বৃদ্ধ আত্মহননের পথ বেছে নেন বলেও জানায় পুলিশ।

আজ রবিবার (১৪ সেপ্টেম্বর) বিকেলে দেওয়ানবাজার আবাসিক এলাকায় একটি প্রতিষ্ঠানের নিরাপত্তা প্রহরীর জন্য তৈরি টিনশেড ঘর থেকে তার মরদেহটি ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়।

সুভাষ দেবনাথ (৫৫) নামে ওই বৃদ্ধের বাড়ি নগরীর হাজারি গলিতে। তিনি নগরীর দেওয়ানবাজার এলাকার একটি আবাসন প্রতিষ্ঠানের নিরাপত্তাকর্মীর কাজ করতেন বলে পরিবার সূত্রে জানা গেছে।

নিহতের ছোট ভাই প্রণব দেবনাথ বলেন, আমার দাদা রুমঘাটা দেওয়ানবাজার এলাকায় নিরাপত্তাকর্মীর কাজ করতেন। প্রায়ই পারিবারিক দ্বন্দ্বের জেরে বাড়ির বাইরে থাকতেন। সপ্তাহখানেক আগেও একটি বিষয় নিয়ে ঝামেলার পর থেকে বাসায় যাননি। আজ পুলিশ খবর দিলে দাদার অর্ধগলিত ঝুলন্ত লাশ গিয়ে উদ্ধার করি।

কোতোয়ালী থানার এসআই (তদন্ত) মো. ইকবাল হোসেন বলেন, স্থানীয়রা দুর্গন্ধ পেয়ে পুলিশকে খবর দেয়। আমরা এসে ঝুলন্ত অবস্থায় ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছি। প্রায় ৭-৮ দিন পূর্বে তার মৃত্যু হয়েছে বলে আমরা ধারণা করছি।

তিনি আরও জানান, মৃত্যুর সঠিক কারণ তদন্ত সাপেক্ষে বলা যাবে। লাশটি ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

চাটগাঁ নিউজ/জেএইচ

Scroll to Top