সৌদি আরবে দুর্ঘটনায় প্রাণ গেল লোহাগাড়ার যুবকের

চাটগাঁ নিউজ ডেস্ক: সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় মো. রিফাত হাসান (২৬) নামে এক যুবক নিহত হয়েছেন। সে লোহাগাড়ার উপজেলার চরম্বা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডস্থ তেলিবিলা এলাকার এজহার মিয়ার ছেলে।

শনিবার (১৩ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় সকাল ৭ টায় এ দুর্ঘটনা ঘটেছে।

জানা গেছে, পেশাগত দায়িত্ব পালন শেষে বাসায় ফেরার পথে শরিকাতুল মক্কার পেছনে ওভার ব্রিজ সংলগ্ন স্থানে দুই বাসের চাপায় ঘটনাস্থলে মৃত্যুবরণ করেন রিফাত। নিহতের মরদেহ বর্তমানে সৌদি আরবেই রয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি সদস্য মো. মিয়া ও নিহত রিফাত’র মামা মো. রফিক।

চাটগাঁ নিউজ/এমকেএন

Scroll to Top