ফটিকছড়ি প্রেসক্লাবের সভাপতি মোরশেদ মুন্না নির্বাচিত

ফটিকছড়ি প্রতিনিধি: ফটিকছড়ি প্রেসক্লাবের সভাপতি সৈয়দ মোহাম্মদ মাসুদের মৃত্যুজনিত কারণে শূন্য হওয়া সভাপতি পদ এবং পদত্যাগজনিত কারণে শূন্য হওয়া সিনিয়র সহসভাপতি পদে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি পদে এস এম মোরশেদ মুন্না (পূর্বকোণ/একাত্তর টেলিভিশন) এবং সিনিয়র সহসভাপতি পদে কামাল উদ্দিন (দিনকাল) নির্বাচিত হয়েছেন।

শনিবার (১৩ সেপ্টেম্বর) ফটিকছড়ি ডাকবাংলো মিলনায়তনে অনুষ্ঠিত সাধারণ সভায় প্রেসক্লাবের সহ-সভাপতি এমরান হোসেন ফরহাদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আবু এখলাছ ঝিনুকের সঞ্চালনায় এ নির্বাচন সম্পন্ন হয়।

সভায় বক্তব্য দেন নির্বাচন কমিশনের চেয়ারম্যান ফখরুল ইসলাম চৌধুরী, সদস্য কাউছার সিকদার, এম জুনায়েদ, স্থায়ী পরিষদ সদস্য মোঃ ইউনুছ, সহ-সম্পাদক সাইফুর রহমান সোহান, প্রচার সম্পাদক আনোয়ার হোসেন ফরিদ, সমাজসেবা সম্পাদক আহমেদ এরশাদ খোকন, ক্রীড়া সম্পাদক মোস্তফা কামরুল হোসেন, পাঠাগার সম্পাদক নাজিম উদ্দিন শাহনেওয়াজ, কার্যকরী সদস্য দৌলত শওকত, অস্থায়ী সদস্য আব্দুল কাদের চৌধুরী ও ফজলুল করিম।

অন্যদিকে, ফটিকছড়ি প্রেসক্লাবের উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় কুরআন ও হাদিসের আলোকে আলোচনায় অংশ নেন কাউছার সিকদার, নাজিম উদ্দিন শাহনেওয়াজ ও এম জুনায়েদ।

এছাড়া, পৃথক এক অনুষ্ঠানের মাধ্যমে প্রেসক্লাবের প্রবাসী সদস্য মো. কামাল পারভেজ অভিকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

চাটগাঁ নিউজ/আনোয়ার/এমকেএন

Scroll to Top