ঈদগাঁওয়ে বিশেষ অভিযানে গ্রেফতার ৩

ঈদগাঁও প্রতিনিধি: কক্সবাজারের ঈদগাঁও থানা পুলিশের বিশেষ অভিযানে পরোয়ানাভুক্ত ৩ আসামিকে গ্রেফতার করা হয়েছে। শনিবার (১৩ সেপ্টেম্বর) দিবাগত রাতে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- নিয়মিত মাদক মামলার আসামি এখলাছুর রহমান, জিআর পরোয়ানাভুক্ত আসামি করিম উল্লাহ এবং সিআর পরোয়ানাভুক্ত আসামি ফখরুল ইসলাম।

ঈদগাঁও থানার ওসি মো. মছিউর রহমান গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে আসামীদের বিজ্ঞ আদালতে সোর্পদ করা হয়েছে বলে জানিয়েছেন।

চাটগাঁ নিউজ/সেলিম/এমকেএন

Scroll to Top