চাটগাঁ নিউজ ডেস্ক: সাতকানিয়ায় গ্রামীণ ব্যাংক কর্মকর্তার কাছ থেকে টাকা লুটের ঘটনায় আরকান চৌধুরী (২৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (১২ সেপ্টেম্বর) রাতে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার দেখানো মতে লুটের টাকা থেকে ৬০ হাজার ৬০০ টাকা উদ্ধার করেছে পুলিশ।
গ্রেপ্তার আরকান উপজেলার কাঞ্চনা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মো. জাগির হোসেনের ছেলে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, চলতি বছরের ৮ সেপ্টেম্বর গ্রামীণ ব্যাংকের কিস্তির টাকা তুলে সিএনজিচালিত অটোরিকশাযোগে ব্যাংকটির কাঞ্চনা সাতকানিয়া শাখায় যাচ্ছিলেন কেন্দ্র ব্যবস্থাপক অভি চৌধুরী। এ সময় অটোরিকশায় থাকা তিন ছিনতাইকারী ওই কর্মকর্তার গলায় ছুরি ধরে মৃত্যুর ভয় দেখিয়ে তিন লাখ টাকা ও একটি মোবাইল (আইফোন) ফোন ছিনিয়ে নেয়। পরে অটোরিকশাটি কিছু দূর গেলে ওই কর্মকর্তাকে অটোরিকশা থেকে সড়কের পাশে ধাক্কা দিয়ে ফেলে অটোরিকশাযোগে পালিয়ে যায় ছিনতাইকারীরা। এ ঘটনায় শাখা ব্যবস্থাপক মো.ফোরকান বাদী হয়ে ঘটনার দিন রাতে তিনজনকে অজ্ঞাতনামা আসামি করে থানায় একটি মামলা দায়ের করেন। এই মামলায় আরকান চৌধুরীকে শুক্রবার রাতে পুলিশ গ্রেপ্তার করে।
সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহেদুল ইসলাম বলেন, গ্রেপ্তার আসামি আরকান চৌধুরী ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছে। তার দেখানো মতে, তার ঘরের খাটের তোষকের নিচে ও আলমারির ড্রয়ার থেকে ৬০ হাজার ৬০০ টাকা উদ্ধার করা হয়। ঘটনায় জড়িত অন্যান্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।
চাটগাঁ নিউজ/এমকেএন