পটিয়ায় বাস-পিকআপ মুখোমুখি সংঘর্ষে চালক নিহত

চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রাম পটিয়ায় যাত্রীবাহী একটি বাস ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে আব্দুল কাদের নামে এক পিকআপ চালক নিহত হয়েছেন।

শনিবার (১৩ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে চট্টগ্রাম-কক্সবাজার কমলমুন্সির হাটের ভাইয়ের দিঘি পাড় এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত আব্দুল কাদেরের বাড়ি নোয়াখালী জেলায় বলে জানিয়েছে পটিয়া হাইওয়ে থানার ডিউটি অফিসার।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, চট্টগ্রামমুখী পূরবী পরিবহনের বাসটি ওভারটেকিং করতে গিয়ে বিপরীত দিক থেকে আসা পিকআপের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।

পটিয়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রাজেশ বড়ুয়া বলেন, পূরবী পরিবহনের একটি বাসের সঙ্গে পিকআপের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে ঘটনাস্থলেই চালকের মৃত্যু হয়। লাশ উদ্ধার করে পটিয়া হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

চাটগাঁ নিউজ/এমকেএন

Scroll to Top