৫২ ঘণ্টা পর ৯ শিক্ষার্থীর অনশন ভাঙালেন চবি উপাচার্য

চাটগাঁ নিউজ ডেস্ক: অবশেষে ৫২ ঘণ্টা পর আমরণ অনশন ভাঙলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ৯ শিক্ষার্থী। প্রক্টরিয়াল বডির পদত্যাগসহ সাত দফা দাবিতে তারা গত বুধবার থেকে এই অনশন শুরু করেছিলেন।

আজ শুক্রবার (১২ সেপ্টেম্বর) বিকেল ৪টা ১৭ মিনিটে উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আকতার শরবত খাওয়ানোর মাধ্যমে তাদের এই অনশন ভাঙ্গান।

এসময় উপস্থিত ছিলেন উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান ও ছাত্র উপদেষ্টা অধ্যাপক আনোয়ার হোসেন।

শিক্ষার্থীরা জানান, গত বুধবার থেকে টানা অনশন চালিয়ে যাওয়াদের মধ্যে সাতজন অসুস্থ হয়ে পড়েন। যাদের মধ্যে ৪ জন গুরুতর অসুস্থ হয়ে এখনও চিকিৎসাধীন।

চবি মেডিক্যাল সেন্টারের দায়িত্বরত ডা. আবুল কাশেম বলেন, দীর্ঘ ৫২ ঘণ্টা পর্যন্ত না খাওয়ার কারণে শিক্ষার্থীদের শরীরে লবণ ও শর্করার ঘাটতি দেখা দেয়। সাথে রক্তচাপ ও শর্করা অনেক কমে গেছে। আমরা তাদের সার্বিক অবস্থা পর্যবেক্ষণ করছি এবং প্রয়োজনীয় চিকিৎসা দিচ্ছি। বর্তমানে সবাই শঙ্কামুক্ত।

গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলের সংগঠক ধ্রুব বড়ুয়া বলেন, উপাচার্যের আশ্বাসে আপাতত অনশন কর্মসূচি স্থগিত করেছি। আলোচনার মাধ্যমে সুনির্দিষ্ট সমাধানের প্রত্যাশা করছি। আলোচনার সারমর্ম শিক্ষার্থীদের কাছে উপস্থাপন করব। দাবি বাস্তবায়নের নিশ্চয়তা না পেলে পুনরায় কঠোর কর্মসূচিতে যাব।

উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আকতার বলেন, শিক্ষার্থীদের দাবিগুলো আলোচনা মাধ্যমে সমাধান করার চেষ্টা করা হবে। আমরা চাই বিশ্ববিদ্যালয়ে শান্তিপূর্ণ পরিবেশ বজায় থাকুক।

উল্লেখ্য, গত ৩০ ও ৩১ আগস্ট বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী ও স্থানীয়দের সংঘর্ষে সাড়ে চার শতাধিক শিক্ষার্থী আহত হন। নিরাপত্তা দিতে প্রক্টরিয়াল বডির ব্যর্থতার অভিযোগ তুলে নয় শিক্ষার্থী বুধবার দুপুর ১টা থেকে আমরণ অনশন শুরু করেন।

চাটগাঁ নিউজ/জেএইচ

Scroll to Top