চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় বাবা-মেয়ের মৃত্যু
যাওয়া হলোনা কক্সবাজার

চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রামের মিরসরাইয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এক সড়ক দুর্ঘটনায় বাবা-মেয়ের মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছে আরও অন্তত ৪ জন।

আজ শুক্রবার (১২ সেপ্টেম্বর) সকালে উপজেলার ঠাকুরদিঘী এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। নিহতরা হলেন মোহাম্মদ গোলাম সরোয়ার (৪০) ও তার তিন বছরের মেয়ে মুসকান।

অন্যদিকে আহতদের নাম পরিচয় পাওয়া যায়নি। তবে তাদের ২ জনকে (নিহতের স্ত্রী ও ছেলে) স্থানীয় হাসপাতালে বাকি ২ জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে। ঢাকার উত্তরা ১০নং সেক্টর থেকে তারা স্বপরিবারে কক্সবাজার যাচ্ছিলেন বলে জানা গেছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকার উত্তরা থেকে কক্সবাজারগামী একটি প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা কাভার্ডভ্যানকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই বাবা ও মেয়ের মৃত্যু হয়।

মিরসরাই ফায়ার সার্ভিস কর্মীরা মরদেহ উদ্ধার করে হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করেন এবং আহতদের স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। গুরুতর আহত দুজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

জোরারগঞ্জ হাইওয়ে থানা পুলিশের সাব-ইন্সপেক্টর বোরহান উদ্দিন বলেন, দুর্ঘটনায় গোলাম সরোয়ারের স্ত্রী ও ছেলে সামান্য আহত হয়েছেন। তারা এখন মোটামুটি সুস্থ আছেন।

চাটগাঁ নিউজ/জেএইচ

Scroll to Top