সন্দ্বীপ প্রতিনিধি: চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার রহমতপুর ইউনিয়নে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)-এর আওতায় বিশ্ব ব্যাংকের অর্থায়নে নির্মিত একটি গুরুত্বপূর্ণ স্লুইসগেটের দুইটি কপাট সম্প্রতি ভেঙে পড়েছে।
দীর্ঘদিনের নিয়মিত রক্ষণাবেক্ষণের অভাবে স্লুইসগেটটি এমন বিপজ্জনক অবস্থায় পৌঁছেছে বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দা ও বিশেষজ্ঞরা।
কপাট ভেঙে যাওয়ার ফলে নদীর জোয়ারের পানি এখন সরাসরি লোকালয়ে প্রবেশ করছে। এতে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। ক্ষতির মুখে পড়েছে শতাধিক ঘরবাড়ি ও কৃষিজমি।
স্থানীয়দের অভিযোগ, কপাট ভাঙার সঙ্গে সঙ্গে আশপাশের ব্লক ও বাঁধের কিছু অংশও ধসে পড়তে শুরু করেছে। বেড়িবাঁধের নিচে থাকা বসতঘর ও গাছপালাও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।
স্থানীয়রা আশঙ্কা করছেন, জরুরি ভিত্তিতে ব্যবস্থা না নিলে স্লুইসগেটটি সম্পূর্ণ ধসে গিয়ে নদীতে বিলীন হয়ে যেতে পারে।
এ বিষয়ে পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী আরিফুল ইসলাম বলেন
আমরা বিষয়টি গুরুত্ব দিয়ে দেখছি। এলাকাবাসীর দুর্ভোগের কথা কর্তৃপক্ষকে জানানো হয়েছে। আগামী এক সপ্তাহের মধ্যে স্লুইসগেট মেরামতের কাজ সম্পন্ন করার চেষ্টা চলছে।
বর্তমান সংকট মোকাবেলায় স্থানীয় প্রশাসন এবং পানি উন্নয়ন বোর্ডকে একযোগে কাজ করার আহ্বান জানিয়েছেন এলাকাবাসী। তারা জানান, এখনই পদক্ষেপ না নিলে শুধুমাত্র রহমতপুর নয়—পুরো সন্দ্বীপ উপজেলা চরম দুর্যোগের মুখোমুখি হতে পারে।
চাটগাঁ নিউজ/ফয়সাল/এমকেএন