চাটগাঁ নিউজ ডেস্ক : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) ও হল সংসদ নির্বাচনের জন্য খসড়া আচরণবিধিমালা নিয়ে মতবিনিময়সভা আয়োজন করে নির্বাচন কমিশন। মত প্রকাশের সুযোগ না দেওয়ার অভিযোগ তুলে এ সভা বয়কট করেছে ছাত্রদল।
বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) দুপুরের দিকে বিশ্ববিদ্যালয় সমাজ বিজ্ঞান অনুষদের অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়। এ সময় প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মনির উদ্দিনের উপস্থিতিতে খসড়া আচরণবিধি পাঠ করেন নির্বাচন কমিশনার অধ্যাপক ড. আমির মুহাম্মদ নসরুল্লাহ।
পরে আচরণ বিধিমালা নিয়ে প্রশ্নোত্তর পর্বে কথা বলার সুযোগ না পাওয়ায় শিক্ষার্থীদের মধ্যে এক ধরনের উত্তেজনা ও বিশৃঙ্খল অবস্থা সৃষ্টি হয়। অনুষ্ঠানের শেষ পর্যায়ে প্রশাসনের বিরুদ্ধে পক্ষপাতমূলক আচরণের অভিযোগ এনে ছাত্রদলের নেতাকর্মীরা মতবিনিময় সভা বয়কট করেন। এরপর শাখা ছাত্রদলের নেতাকর্মীরা একে একে কক্ষ ত্যাগ করেন।
শাখা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসেন হৃদয় বলেন, ‘যে প্রশাসনের ওপর শিক্ষার্থীরা আস্থা হারিয়েছে, সেই প্রশাসনের পক্ষে কীভাবে নিরপেক্ষ নির্বাচন করা সম্ভব। এটা নিয়ে আমরা সন্দিহান। আমাদের নেতাকর্মীরা বেড়িয়ে গেছেন সভা থেকে। আমি সর্বশেষ বের হয়ে যাচ্ছি। আমরা শুধু ছাত্রদল না বিভিন্ন শিক্ষার্থী যারা কথা বলতে পারেননি তারাও বেড়িয়ে গেছেন। অনেকে সভা বয়কট করেছেন।’
এ বিষয়ে জানতে চাইলে প্রধান নির্বাচন কমিশনার প্রফেসর ড. মনির উদ্দিন বলেন, ‘আমরা অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন দিতে বদ্ধপরিকর। আমরাই প্রথম নির্বাচন কমিশনার যারা শপথ গ্রহণ করেছি। প্রার্থীদের ডোপ টেস্ট করা হবে। ফলাফল পজিটিভ আসলে প্রার্থিতা বাতিল করা হবে। তবে শিক্ষার্থীদের প্রাইভেসির স্বার্থে তাদের নাম প্রকাশ করা হবে না।’
সভায় উপস্থিত ছিলেন চাকসু ও হল সংসদ নির্বাচনের নির্বাচন কমিশনার ও সদস্যসচিব প্রফেসর ড. এ কে এম আরিফুল হক সিদ্দিকী, প্রফেসর ড. বেগম ইসমত আরা হক, ড. মো. আনোয়ার হোসেন, প্রফেসর মমতাজ উদ্দিন আহমদ ও প্রফেসর মোহাম্মদ জাহেদুর রহমান চৌধুরী।
চাটগাঁ নিউজ/এসএ