বান্দরবান প্রতিনিধি: বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিশেষ অভিযানে ১ লাখ ১০ হাজার ২০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক নারীকে গ্রেফতার করা হয়েছে। এসময় নগদ অর্থ ও একটি মোবাইল ফোনও জব্দ করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বান্দরবান থেকে আজ বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকালে প্রেস রিলিজের মাধ্যমে সাংবাদিকদের এ তথ্য জানানো হয়।
জানা যায়, বুধবার (১০ সেপ্টেম্বর) সন্ধ্যায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, বান্দরবান জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. সিরাজুল মোস্তফার নেতৃত্বে বান্দরবান ও কক্সবাজার জেলা কার্যালয়ের সমন্বিত টিম এ অভিযান পরিচালনা করে।
অভিযানে গ্রেফতারকৃত আসামি ফাতেমা খাতুন (৩৮)। তিনি নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড পশ্চিম পাড়ার বাসিন্দা।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বান্দরবানের সহকারী পরিচালক মো. সিরাজুল মোস্তফা সাংবাদিকদের জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ঘুমধুম ইউনিয়নের পশ্চিম পাড়ায় অভিযান চালানো হয়। অভিযানে আসামির শয়নকক্ষে রাখা একটি স্টিলের ওয়ারড্রবের নিচের ড্রয়ারে লুকানো অবস্থায় ১ লাখ ১০ হাজার ইয়াবা এবং খাটের তোশকের নিচ থেকে আরও ২০০ ইয়াবা উদ্ধার করা হয়। মোট উদ্ধারকৃত ইয়াবার সংখ্যা ১ লাখ ১০ হাজার ২০০ পিস।
তিনি আরও বলেন, অভিযানে ইয়াবা ছাড়াও নগদ ৪৩ হাজার ৫০০ টাকা ও একটি বাটন মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। নাইক্ষ্যংছড়ি থানায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাশরুরুল হক বলেন, অভিযুক্ত নারীর বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে এজাহার নেওয়া হয়েছে।
উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় সাড়ে তিন কোটি টাকা বলে জানিয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
চাটগাঁ নিউজ/ইলিয়াছ/এমকেএন