চট্টগ্রামে দোকানের শাটার ভেঙে আইফোনসহ ১০৪ স্মার্টফোন চুরি

নিজস্ব প্রতিবেদক : নগরের পাঁচলাইশ থানার বহদ্দারহাট ফিনলে সাউথ সিটি মার্কেটের একটি মোবাইল দোকান থেকে আইফোনসহ ১০৪টি স্মার্টফোন চুরির ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকালে শাটার ভেঙে এই স্মার্টফোনগুলো চুরি করা হয়।

বুধবার রাতে এই ঘটনায় অজ্ঞাতনামাদের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন দোকানের মালিক।

থানায় দায়ের করা অভিযোগ সূত্রে জানা যায়, গত ৮ সেপ্টেম্বর রাত আনুমানিক ১০টা ২০ মিনিটের দিকে প্রতিদিনের মতো দোকান বন্ধ করে চলে যান দোকানের ম্যানেজার রাফি। পরদিন ৯ সেপ্টেম্বর সকাল সাড়ে ১১টার দিকে দোকানে এসে তিনি দেখতে পান শাটারের তালা খোলা। ভিতরে প্রবেশ করে দেখা যায় দোকানের মালামাল এলোমেলো অবস্থায় ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে। দোকানে রক্ষিত মোট ১০৪টি স্মার্টফোন চুরি হয়ে গেছে।

দোকানের মালিক মাহমুদুল আলম তুহিন বলেন, দিনদুপুরে আমাদের দোকানের শাটার ভেঙে ৫০টি আইফোনসহ মোট ১০৪টি স্মার্টফোন চুরি করে নিয়ে গেছে। দিনের আলোতে মার্কেটের পঞ্চম তলা থেকে এতগুলো মোবাইল চুরি হওয়া কোনোভাবেই সহজ বিষয় নয়। এ ঘটনায় মার্কেট কর্তৃপক্ষ ও নিরাপত্তা কর্মকর্তাদের স্পষ্ট অবহেলা রয়েছে।

চুরির বিষয়ে ফিনলে সাউথ সিটি মার্কেট দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক আইয়ুব খান বলেন, প্রতিদিন সকাল সাড়ে ১০টায় আমাদের মার্কেট খোলা হয়। ঘটনার দিন মার্কেটের পঞ্চম তলায় যে মোবাইল দোকানটিতে চুরি হয়েছে, তার আশেপাশের দোকানগুলো তখনও খোলা হয়নি। ওই সময় প্রত্যেক দোকানদার নিজ নিজ দোকান খোলায় ব্যস্ত ছিলেন। সেই সুযোগে সকাল ১০টা ৩২ মিনিট থেকে ৪২ মিনিটের মধ্যে মাত্র ১০ মিনিটের ব্যবধানে চুরির ঘটনাটি ঘটে। তবে মার্কেটে আমাদের পর্যাপ্ত নিরাপত্তাকর্মী রয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে পাঁচলাস থানার অফিসার ইনচার্জ বলেন, ঘটনার তদন্ত চলছে। সিসি টিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। দ্রুতই অভিযুক্তকে শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।

এ ঘটনায় মার্কেটের দোকানদাররা ক্ষোভ প্রকাশ করেছেন। মার্কেট কর্তৃপক্ষ মাসে মাসে সার্ভিস চার্জ নিলেও এত বড় মার্কেটে ন্যূনতম নিরাপত্তা দিতে পারছে না বলে জানান তারা।

চাটগাঁ নিউজ/আব্বাস/এসএ

Scroll to Top