মহেশখালী প্রতিনিধি: কক্সবাজারের মহেশখালীতে পুলিশের টহল দলের ওপর গুলি ছুড়েছে ডাকাত দল। এতে মহেশখালী থানার এএসআই সেলিম ও কনস্টেবল সোহেলসহ ৩ জন গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন।
বুধবার (১০ সেপ্টেম্বর) রাত ১ টার সময় উপজেলার কালারমারছড়া ইউনিয়নের আফজলিয়া পাড়া ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ জানিয়েছে, স্থানীয় একদল অপরাধী সড়কে বসে অপরাধ কর্মকাণ্ডের পরিকল্পনা করছিল। তাদের ধাওয়া করলে অপরাধীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছুঁড়ে পালিয়ে যায়। এতে তিন পুলিশ গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন। এদের মধ্যে ২ পুলিশ সদস্যের অবস্থা আশঙ্কাজনক। তাদেরকে স্থানীয় হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর কক্সবাজার জেলা সদর হাসপাতালে রেফার করে হয়েছে।
এদিকে পুলিশের ওপর এমন হামলার ঘটনায় স্থানীয়দের মাঝে উদ্বেগ দেখা দিয়েছে। অতীতে ওই আফজলিয়া পাড়া এলাকায় স্থানীয় এক সন্ত্রাসী বাহিনীর সদস্যরা পুলিশ ও যৌথ বাহিনীকে হামলা করে আহত করার ঘটনাও ঘটেছে। তারা দ্রুত এসব সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।
জানা যায়, ঘটনার পরপরই ভোর রাত থেকে সকাল পর্যন্ত পুলিশ ও যৌথ বাহিনীর একাধিক টিম অভিযান শুরু করে। অভিযান টের পেয়ে ডাকাত দলের সদস্যরা এলাকা ত্যাগ করে।
মহেশখালী থানার ওসি মোহাম্মদ মঞ্জুরুল হক জানান, ঘটনার পর পর পুলিশ ওই এলাকায় অভিযান চালিয়েছে। এখনো সেই এলাকায় কঠোর নজরদারির পাশাপাশি অভিযান চলছে।
চাটগাঁ নিউজ/সজিব/এমকেএন