হালদার মোহনা থেকে কারেন্ট জাল জব্দ

চাটগাঁ নিউজ ডেস্ক: কর্ণফুলী নদীর হালদার মোহনায় অভিযান চালিয়ে ১৫ হাজার মিটার কারেন্ট জাল উদ্ধার করেছে নৌ-পুলিশ।

বুধবার (১০ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টায় এ জাল জব্দ করা হয়।

চট্টগ্রাম সদরঘাট নৌ পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, দক্ষিণ এশিয়ার একমাত্র মৎস্য প্রজনন কেন্দ্র হালদা নদী থেকে জাল গুলি উদ্ধার করা হয়। মা মাছ রক্ষায় এ অভিযান আব্যাহত থাকবে।

চাটগাঁ নিউজ/এমকেএন

Scroll to Top