উখিয়ায় মাদকসেবীদের হামলায় ২ যুবক আহত

চাটগাঁ নিউজ ডেস্ক: কক্সবাজারের উখিয়া উপজেলার বালুখালী কাস্টমস মৈত্রী সড়কে কিছু মাদকসেবীদের অতর্কিত হামলায় দুই যুবক গুরুতর আহত হয়েছে।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে উপজেলার বালুখালী কাস্টমস মেত্রী সড়কে এ হামলার ঘটনা ঘটে।

আহতরা হলেন, পালংখালী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের বালুখালী জুমের ছড়া গ্রামের মৃত জাফর আলমের ছেলে সরোয়ার কামাল (২৫) ও আবুল কালামের ছেলে শাহজাহান (২০)।

স্থানীয়রা জানান, বদিউল আলম ও জসিম উদ্দিনসহ কয়েকজন মদপান করে মাতলামি করছিলেন। মাতাল অবস্থায় স্থানীয়দের উপর অতর্কিত হামলা চালালে কয়েকজন আহত হয়। স্থানীয়রা প্রতিবাদ জানালে এতে ক্ষিপ্ত হয়ে মাদকসেবী বদিউল আলম ও জসিম উদ্দিন ধারালো অস্ত্র দিয়ে স্থানীয়দের উপর হামলা চালালে এতে দুই যুবক গুরুতর আহত হয়।

এসময় স্থানীয়রা তাদের আহত অবস্থায় উদ্ধার করে উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সরোয়ার কামাল নামের এক যুবককে কক্সবাজার সদর হাসপাতালে রেফার করা হয়েছে।

উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক জানান, আহত অবস্থায় দুই যুবককে কয়েকজন হাসপাতালে নিয়ে আসে। শাহজাহান নামের যুবকের পিঠে ১০টি সেলাই করা হয়েছে। অপর যুবক সরোয়ার কামালের নাকে গুরুতর আঘাত হওয়ায় তাকে কক্সবাজার সদর হাসপাতালে রেফার করা হয়েছে।

আহত পরিবারের সদস্যরা জানায়, তারা মাদকসেবীদের বিরুদ্ধে উখিয়া থানায় মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছে।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক জানান, হামলার ঘটনার ব্যাপারে আমি অবগত নই। তবে কেউ অভিযোগ দায়ের করলে তদন্তপূর্বক আইনাগত ব্যবস্থা নেওয়া হবে।

চাটগাঁ নিউজ/এমকেএন

Scroll to Top