সন্দ্বীপে মাদক ব্যবসায়ী গ্রেফতার, ইয়াবা ও নগদ অর্থ উদ্ধার

সন্দ্বীপ প্রতিনিধি: চট্টগ্রামের সন্দ্বীপে ইয়াবা ও নগদ অর্থসহ এক শীর্ষ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ জানায়, মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৩টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সন্দ্বীপ থানার একটি বিশেষ টিম শান্তির হাট বাজার এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় মুছাপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের মাহতাব পাটোয়ারীর বাড়ির মেহেদী হাসান (২৪) কে আটক করা হয়।

অভিযানে তার কাছ থেকে ১০০ (একশত) পিস ইয়াবা এবং ইয়াবা ক্রয়-বিক্রয়ের নগদ ১৯ হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয়। গ্রেফতার মেহেদী হাসান মৃত শাই এমরান ও মৃত শেফালী বেগমের ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, মেহেদী হাসান দীর্ঘদিন ধরে এলাকায় ইয়াবা ট্যাবলেট সরবরাহ ও ব্যবসার সঙ্গে জড়িত ছিল। তার বিরুদ্ধে স্থানীয়ভাবে একাধিক অভিযোগ রয়েছে।

এ ঘটনায় সন্দ্বীপ থানায় নিয়মিত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পুলিশ জানিয়েছে, মাদকবিরোধী এই অভিযান অব্যাহত থাকবে।

স্থানীয় সচেতন মহল মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে এ ধরনের অভিযান জোরদার করার জন্য পুলিশকে ধন্যবাদ জানিয়েছে।

চাটগাঁ নিউজ/ফয়সাল/এমকেএন

Scroll to Top