চিটাগাং চেম্বার এন্ড কমার্সের নতুন প্রশাসক নুরুল্লাহ নূরী

চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রামের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন দ্য চিটাগাং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নতুন প্রশাসক হিসেবে দায়িত্ব পেয়েছেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মোহাম্মদ নুরুল্লাহ নূরী।

সোমবার (৮ সেপ্টেম্বর) বাণিজ্য মন্ত্রণালয়ের বাণিজ্য সংগঠন-১ এর উপসচিব চৌধুরী সামিয়া ইয়াসমীনের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

যেখানে বলা হয়— বাণিজ্য সংগঠন আইন, ২০২২-এর ১৭ ধারা অনুযায়ী বর্তমান প্রশাসক মুহাম্মদ আনোয়ার পাশার দায়িত্বের মেয়াদ এক বছর পূর্ণ হয়েছে। এ কারণে সরকারের অনুমোদনক্রমে নুরুল্লাহ নূরীকে নতুন প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তিনি ৯ সেপ্টেম্বর (আজ) থেকে দায়িত্ব পালন শুরু করবেন এবং চলমান নির্বাচন কার্যক্রম সম্পন্ন না হওয়া পর্যন্ত দায়িত্ব পালন করবেন।

চেম্বার সূত্রে জানা গেছে, বাংলাদেশ শিপিং করপোরেশনের নির্বাহী পরিচালক মুহাম্মদ আনোয়ার পাশা চেম্বারের প্রশাসক হিসেবে দায়িত্ব পালনের এক বছর পূর্ণ হওয়ায় সরকারের অনুমোদনক্রমে তাকে অব্যাহতি দেওয়া হয়েছে। চলমান নির্বাচন কার্যক্রম সম্পন্ন না হওয়া পর্যন্ত নূরুল্লাহ নূরী প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করবেন।

আজ মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) তিনি নতুন প্রশাসক হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন বলে চেম্বার সূত্রে জানা গেছে।

চাটগাঁ নিউজ/জেএইচ

Scroll to Top