সন্দ্বীপে হত্যা মামলার পলাতক আসামি গ্রেপ্তার

চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রামে সন্দ্বীপ থানার হত্যা মামলার পলাতক আসামি ডাকাত সর্দার মো. মনিরকে (৩৮) গ্রেপ্তার করেছে র‌্যাব-৭। গ্রেপ্তার মো. মনির (৩৮) সন্দ্বীপ থানার মুছাপুর এলাকার মফিজুল হকের ছেলে।

সোমবার (৮ সেপ্টেম্বর) হাটহাজারী থানা এলাকার কামাল পাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার এ আর এম মোজাফ্ফর হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দুপুরে অভিযান চালিয়ে কামাল পাড়া ১০ তলা মোড় এলাকা থেকে মনিরকে গ্রেপ্তার করা হয়। পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

চাটগাঁ নিউজ/এমকেএন

Scroll to Top