চবি ভিসিকে অথর্ব আখ্যা ছাত্রশিবিরের! 

চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) উপাচার্যকে অথর্ব আখ্যা দিয়ে চবি শাখা ছাত্রশিবিরের সভাপতি মোহাম্মদ আলী বলেন, ‘আপনি বলেছিলেন আমাদের নিরাপদ ক্যাম্পাস দেবেন। কিন্তু শিক্ষার্থীদের ওপর হামলার সময় দেখলাম, আপনার কথায় জিওসি সেনাবাহিনীও পাঠায় না। তার মানে আপনি অথর্ব। প্রশাসন পরিচালনার যোগ্যতা আপনার নেই। আপনি অনেক সুশীল সাজার চেষ্টা করছেন। আপনার সুশীলতাই আমাদের ক্যাম্পাসকে অনিরাপদ করেছে।’

আজ সোমবার (৮ সেপ্টেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের জিরো পয়েন্টে চবি শিক্ষার্থীদের ওপর সাম্প্রতিক হামলায় জড়িত সন্ত্রাসীদের গ্রেফতার, বিচার বিভাগীয় তদন্ত, আহতদের চিকিৎসা, শতভাগ আবাসন ও নিরাপদ ক্যাম্পাসের দাবিতে এক বিক্ষোভ সমাবেশে উপাচার্য অধ্যাপক ড. ইয়াহ্ইয়া আখতারকে উদ্দেশ্য করে  তিনি এসব কথা বলেন।

সমাবেশে মোহাম্মদ আলী উপাচার্যকে উদ্দেশ্য করে আরও বলেন, ‘গত ৩০ ও ৩১ আগস্ট শিক্ষার্থীদের ওপর ন্যক্কারজনক আক্রমণ হয়েছে। অনেকেই হাসপাতালে কাতরাচ্ছে। আপনি মনে করেছেন, এটা সুইজারল্যান্ড। এটা সুইজারল্যান্ড না, এটা বাংলাদেশ। বাংলাদেশের মানুষের মন-মানসিকতা বুঝে প্রশাসন পরিচালনা করতে হবে।’

‘আমরা দেখতে পাচ্ছি, একটা পক্ষ টেন্ডারবাজি করতে না পেরে ক্যাম্পাসে অনবরত ষড়যন্ত্র করছে। একটা পক্ষ বেহায়াপনা করতে না পেরে ষড়যন্ত্র করছে। ছাত্রশিবির এই ক্যাম্পাসে কোনো টেন্ডারবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ড করতে দেবে না।’

সমাবেশে চট্টগ্রাম মহানগর দক্ষিণ শাখা ছাত্রশিবিরের সভাপতি ইব্রাহিম রনি বলেন, ‘নিরাপদ ক্যাম্পাসের দাবি সকল শিক্ষার্থীদের দাবি। প্রশাসন মুখ বন্ধ করে রাখলে হবে না। সকল শিক্ষার্থী-শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীর জন্য নিরাপদ ক্যাম্পাস নিশ্চিত করতে হবে। এই ক্যাম্পাসে একজন সাধারণ শিক্ষার্থী শুধু নয়, একজন রিকশাওয়ালাও যদি অন্যায়ভাবে আক্রান্ত হয়, তাহলে ছাত্রশিবির তার পাশে দাঁড়াবে।’

সমাবেশের আগে বিশ্ববিদ্যালয়ের চাকসু ভবনের সামনে থেকে মিছিল বের করে ছাত্রশিবির। এতে নেতাকর্মীরা শিক্ষার্থীদের ওপর হামলার বিচার চেয়ে বিভিন্ন স্লোগান দেন।

চাটগাঁ নিউজ/জেএইচ

Scroll to Top