হাটহাজারী মাদ্রাসা নিয়ে অশ্লীল ভঙ্গিতে ছবি পোস্ট, ফেসবুকে উত্তেজনা

ফটিকছড়ি প্রতিনিধি : সম্প্রতি হাটহাজারী আল-জামিয়াতুল আহলিয়া দারুল উলূম মুঈনুল ইসলাম মাদ্রাসার সামনে অশোভন অঙ্গভঙ্গি করে তোলা একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে স্থানীয় জনমনে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।

ঘটনার সঙ্গে জড়িত যুবক আরিয়ান ইব্রাহিম নিজের ফেসবুক আইডিতে ফটিকছড়ি ৩ নং ওয়ার্ড ছাত্রদলের সভাপতি পরিচয়ে উস্কানিমূলক পোস্ট দেন। তবে এ অভিযোগ সরাসরি অস্বীকার করেছে ছাত্রদল।

ফটিকছড়ি  ছাত্রদলের সভাপতি একরাম উল্লাহ চৌধুরী বলেন, অভিযুক্ত আরিয়ান ইব্রাহিম ছাত্রদলের কেউ নয়। সে আমাদের সংগঠনের নাম ব্যবহার করে বিভ্রান্তি ছড়াচ্ছে। তার বিরুদ্ধে সংগঠনিক পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে এবং প্রশাসনকে আইনগত ব্যবস্থা নিতে অনুরোধ জানানো হয়েছে।

তিনি আরও জানান, ধর্মীয় মূল্যবোধে আঘাতকারী উগ্রবাদী কর্মকাণ্ডে যুক্ত আরিয়ান ইব্রাহিম কোনোভাবেই জাতীয়তাবাদী ছাত্রদলের রাজনীতির সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যুক্ত নয়। তার জঘন্য কর্মকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

অভিযোগের বিষয়ে ফটিকছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) নুর আহমদ জানান, উস্কানিমূলক ফেসবুক আইডিটি ইতোমধ্যে ডিঅ্যাকটিভ করা হয়েছে। অভিযুক্তকে গ্রেপ্তারের জন্য তার বাড়িতে অভিযান চালানো হয়েছে এবং আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোজাম্মেল হক চৌধুরী বলেন, ‘ঘটনার পরপরই থানা পুলিশকে আইনগত ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে। এলাকাবাসীকে সচেতন থাকার আহ্বান জানানো হয়েছে। অভিযুক্তকে দ্রুত গ্রেপ্তারের জন্য অভিযান চলছে। অপরাধীকে বিন্দুমাত্র ছাড় দেওয়ার সুযোগ নেই।

চাটগাঁ নিউজ/ফরিদ/এসএ

 

Scroll to Top