হাটহাজারীতে ঝুলন্ত অবস্থায় ডেকোরেশন কর্মীর মরদেহ উদ্ধার

চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রামের হাটহাজারীতে মোহাম্মদ রিয়াদ (১৯) নামে এক ডেকোরেশন কর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (০৫ সেপ্টেম্বর) সকালের দিকে উপজেলার ৮নং মেখল ইউনিয়নের ৬নং ওয়ার্ডস্থ পশ্চিম মেখল এলাকা থেকে লাশটি উদ্ধার করে হাটহাজারী থানা পুলিশ।

নিহত রিয়াদ ওই এলাকার কালামিয়া সওদাগর বাড়ির মো. আবদুর রহিম মানিক ও রেহেনা বেগম দম্পত্তির পুত্র।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকালের দিকে স্থানীয়রা ওই বাড়ির পেছনের পুকুর পাড়ের একটি কড়ই গাছের ডালের সাথে রশিতে ডেকোরেশন কর্মী রিয়াদের লাশ ঝুলতে দেখে পুলিশকে খবর দিলে হাটহাজারী থানার উপ-পরিদর্শক মো. আরিফ সঙ্গীয় ফোর্স নিয়ে স্থানীয় ইউপি সদস্য ও এলাকাবাসীদের উপস্থিতিতে ঝুলন্ত অবস্থা থেকে লাশটি উদ্ধার করে সুরতহাল রিপোর্ট তৈরী শেষে থানায় নিয়ে যায়।

তবে কি কারনে কেনো এ ঘটনা সে ব্যাপারে কেউ কিছু জানাতে পারেননি।

উপপরিদর্শক মো.আরিফ জানান, প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে এটি আত্মহত্যার ঘটনা। তবে নিহতের ময়নাতদন্ত রিপোর্ট হাতে আসলে মৃত্যুর প্রকৃত কারনটি জানা যাবে। সেই লক্ষ্যে লাশটি ময়নাতদন্তের জন্য চমেক হাসপাতাল মর্গে প্রেরণের প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি।

হাটহাজারী থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু মাহমুদ কাওসার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

চাটগাঁ নিউজ/জেএইচ

Scroll to Top