পড়া হয়েছে: 50
বোয়ালখালী প্রতিনিধি: বোয়ালখালীতে উপজেলার অন্যতম গুরুত্বপূর্ণ সড়কে অবৈধভাবে দখল করে পণ্য লোড আনলোড করার দায়ে মোহাম্মদ তানভীর নামের একজনকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) বিকালে গোমদন্ডী ফুলতল উপজেলা সড়কে এই অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রহমত উল্লাহ। এসময় উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা নাঈম হাসান ও উপজেলা প্রশাসনের সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।
এসময় উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রহমত উল্লাহ বলেন, পিক আওয়ারে গুরুত্বপূর্ণ সড়কে ভারী যান পার্কিং করে এভাবে পণ্য লোড আনলোড করে কৃত্রিম যানজট সৃষ্টি করার কারনে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়াও জনভোগান্তি বৃদ্ধি না করতে সংশ্লিষ্ট সকলকে বিশেষভাবে অনুরোধ করেন তিনি।
চাটগাঁ নিউজ/ইয়াসিন/এমকেএন