চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রামের পটিয়ায় সাপের কামড়ে ফেরদৌস বেগম (৩৫) নামের এক নারীর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২ সেপ্টেম্বর) বেলা ২টার দিকে উপজেলার বড়লিয়া ইউনিয়নের শুক্কর হাজীর বাড়িতে এ ঘটনা ঘটে।
ঘটনার পর পরেই স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে পটিয়া হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের ডাক্তার মৃত ঘোষণা করেন। নিহত গৃহিণী বড়লিয়া ইউনিয়নের ৯নং ওয়ার্ডের বেলখাইন গ্রামের মোহাম্মদ রাসেলের স্ত্রী।
জানা গেছে, গৃহিনী প্রতিদিনের মত ঘরে কাজ করার সময় মাছ ধরার একটি জালে হাত দেয়। ওই জালে থাকা বিষাক্ত একটি সাপ ছোবল মারে। গৃহিনীকে বেলা ২টার দিকে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে ডাক্তার মৃত ঘোষণা করেন।
পটিয়া হাসপাতালের জরুরি বিভাগের ডাক্তার সামিহা রওশন জানান, সাপের কামড়ে গৃহনী অসুস্থ হয়ে পড়লে পরিবারের লোকজন হাসপাতালে আসে। এসময় ভেকসিন দেওয়ার প্রস্তুতি নিচ্ছিলাম। এর মধ্যেই মারা যায় সে। মরদেহ পরিবারের লোকজন নিয়ে গেছে।
চাটগাঁ নিউজ/এমকেএন