সন্দ্বীপে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি আশরাফুল গ্রেপ্তার

সন্দ্বীপ প্রতিনিধি: দীর্ঘদিন পলাতক থাকার পর সন্দ্বীপের যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি আশরাফুল (৩৫) অবশেষে পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছেন।

মঙ্গলবার (০১ সেপ্টেম্বর) চট্টগ্রামের সীতাকুণ্ড এলাকা থেকে তাকে আটক করে সন্দ্বীপ থানা পুলিশ।

গ্রেপ্তারকৃত আশরাফুল মগধারা ইউনিয়নের হুইন্যাজার বাড়ির বাসিন্দা এবং আব্দুল মোতালেব ওরফে মানিকের ছেলে।

সন্দ্বীপ থানার অফিসার ইনচার্জ (ওসি) একেএম সফিকুল আলম চৌধুরী বলেন, আশরাফুল দীর্ঘদিন যাবৎ পলাতক ছিলেন। তথ্য প্রযুক্তির সহায়তায় তার অবস্থান শনাক্ত করে সীতাকুণ্ড থেকে গ্রেপ্তার করা হয়।

উল্লেখ্য, আশরাফুল একটি হত্যা মামলায় আদালত কর্তৃক যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত ছিলেন।

চাটগাঁ নিউজ/ফয়সাল/এমকেএন

Scroll to Top