চাটগাঁ নিউজ ডেস্ক: সেন্টমার্টিন বঙ্গোপসাগরের দক্ষিণ পশ্চিমে বাদর হাচা নামক সাগরে মাছ শিকারের সময় তিনটি ফিশিং বোটসহ ১৮ জন জেলেদের ধরে নিয়ে গেছে আরাকান আর্মি।
বর্তমানে ফিশিং বোট তিনটি মিয়ানমার অভ্যন্তরে নাইক্ষ্যংদিয়া নামক পাতনজা ঘাটিতে রয়েছে।
অপহৃত জেলেরা হলেন, সেন্টমার্টিন গলাচিপা ৭ নম্বর ওয়ার্ড এলাকার বাসিন্দার আবু তাহের মাঝি, মনি উল্লাহ, রহমত উল্লাহ, আবু বক্কর, সৈয়দ উল্লাহ, রফিক, আবছার মাঝি, মো. তাহের, মতলব, হাফেজ আহমদ, মো. আমিন, সালা উদ্দিন, জাহাঙ্গীর আলম, আলমগীর মাঝি, আব্দুর রহিম, মো. আলম, সাব্বির ও তৈয়ুব।
রবিবার (৩১ আগস্ট) রাতে সেন্টমার্টিন দ্বীপের দক্ষিণ পশ্চিমে সাগর থেকে তিনটি বোটসহ ১৮ জন জেলেদের ধরে নিয়ে যায় আরাকান আর্মি। ফিশিং বোট গুলো সেন্টমার্টিন ৭ নম্বর ওয়ার্ড গলাচিপা এলাকার বাসিন্দার আবছার, আবু তাহের ও আলমগীর এর মালিকানাধীন বলে জানা গেছে।
সেন্টমার্টিন ফিশিং বোট মালিক সমিতির সভাপতি মোহাম্মদ আজিজ জানান, সেন্টমার্টিন দ্বীপের দক্ষিণের পূর্বে বাংলাদেশ জলসীমানায় বাদর হাচা নামক সাগরে মাছ শিকারে সময় মিয়ানমার আরাকান আর্মি দুইটি স্পিড করে তিনটি ফিশিং বোটসহ ১৮ জন জেলেকে ধরে নিয়ে যায়। তিনটি ফিশিং বোটসহ জেলেদের ধরে নিয়ে যাওয়া বিষয়টি ঘাটে ফিরে আসা জেলেদের নিকট জানতে পারি। ধরে নিয়ে যাওয়া ফিশিং বোট তিনটি সেন্টমার্টিন গলাচিপা নৌঘাটের। বিষয়টি কোস্টগার্ড, বিজিবি, পুলিশকে অবগত করা হয়েছে।
উল্লেখ্য, আগস্ট মাসের ৫ তারিখ থেকে ২৮ আগস্ট পর্যন্ত ৬৯ জন জেলেকে ধরে নিয়ে গেছে মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী আরকার আর্মি। আটক জেলেদের এখনও ছেড়ে দেয় নি।
চাটগাঁ নিউজ/এমকেএন