চাটগাঁ নিউজ ডেস্ক : চট্টগ্রামের ডবলমুরিং থানা পুলিশ অভিযান চালিয়ে একটি সংঘবদ্ধ চোরচক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে। একইসঙ্গে চুরি হওয়া বিভিন্ন মূল্যবান মালামালও উদ্ধার করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন ডবলমুরিং থানার ওসি বাবুল আজাদ।
পুলিশ সূত্রে জানা যায়, ২২ আগস্ট রাতে আমবাগান সিটি ১৭৭ নম্বর রোডের একটি আবাসিক স্কুলে চুরি ঘটে। মামলার পরিপ্রেক্ষিতে পুলিশ তদন্ত শুরু করে। এরপর ২৭ আগস্ট ভোরে রাশেদুল ইসলাম রিয়াজ (২৪), মো. মাসুদ রানা মিশু (২৫) এবং আজাদুল করিম মিশু (২৫) কে গ্রেপ্তার করা হয়।
অভিযানে উদ্ধার মালামালের মধ্যে রয়েছে- ১টি ডিজিটাল হাতঘড়ি, ১টি ডিজিটাল ক্যামেরা, ১টি ভিডিও ক্যামেরা, ক্যামেরার সঙ্গে ব্যবহৃত ৪টি ভিন্ন ভিন্ন লেন্স, ২টি ক্যামেরার ব্যাগ এবং ১টি মাইক্রোফোন।
ওসি বাবুল আজাদ জানান, গ্রেপ্তার আসামিরা দীর্ঘদিন ধরে সংঘবদ্ধভাবে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও অফিসে চুরি করছিল। ভুক্তভোগির মামলা দায়েরের পর আধুনিক প্রযুক্তির সহায়তায় দ্রুত সময়ে তাদের শনাক্ত করা সম্ভব হয়েছে।
চাটগাঁ নিউজ/এসএ