পড়া হয়েছে: 42
চাটগাঁ নিউজ ডেস্ক: বাঁশখালী উপজেলার গন্ডামারা ইউনিয়নে বাড়ির উঠানে খেলতে গিয়ে পানিতে ডুবে মো. আরিয়ান নামে এক শিশুর মৃত্যু হয়েছে। তার বয়স ২ বছর ৮ মাস।
শনিবার (৩০ আগস্ট) বিকালে নিজ বাড়ির পাশে ডোবার পানিতে ডুবে মারা যায় শিশুটি।
মৃত শিশু উপজেলার গন্ডামারা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড আস্কর আলী বড় বাড়ি এলাকার যুবদল নেতা মোবিনুল হকের ছেলে।
প্রতিবেশীরা জানিয়েছেন, বিকালে বাড়ির অন্য শিশুদের সাথে উঠানে খেলা করছিল। হঠাৎ শিশুটিকে উঠানে দেখতে না পেয়ে বাড়ির পরিবারের লোকজন আশপাশে খোঁজাখুঁজি শুরু করে। এক পর্যায়ে বাড়ির পাশের ডোবায় তাকে ভাসতে দেখে। তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
চাটগাঁ নিউজ/এমকেএন