উখিয়া প্রতিনিধি: কক্সবাজারের উখিয়া উপজেলার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে সেনা কর্মকর্তা পরিচয়ে প্রতারণার অভিযোগে এক যুবককে গ্রেফতার করেছে থানা পুলিশ।
শুক্রবার (২৯ আগস্ট) রাতে কুতুপালং বাজার থেকে তাকে আটক করা হয়।
গ্রেফতারকৃত ইউসুফ আনোয়ার (৩০) উপজেলার হলদিয়াপালং ইউনিয়নের পূর্ব পাতাবাড়ি এলাকার বাসিন্দা ছলিমুল্লাহর পুত্র।
সূত্রে জানা যায়, ইউসুফ দীর্ঘদিন ধরে কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে সেনাবাহিনীর গোয়েন্দা সংস্থার সদস্য হিসেবে পরিচয় দিয়ে চাঁদাবাজি করছিলেন। এ বিষয়ে রোহিঙ্গারা তাকে আটক করে পুলিশকে জানালে পুলিশ এসে তাকে থানা হেফাজতে নিয়ে যায়।
কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের ইউনুস জানান, ইউসুফকে বহুবার ক্যাম্পে ঘুরাঘুরি করতে দেখা গিয়েছিল। গতকাল তাকে জিজ্ঞাসা করলে তিনি প্রথমে সেনাবাহিনীর সদস্য বলে পরিচয় দিলেও পরে তা অস্বীকার করেন।
অভিযোগ রয়েছে, আনোয়ার দীর্ঘদিন ধরে সেনা কর্মকর্তা বা আর্মির গোয়েন্দা সংস্থা এএসইউ পরিচয় ব্যবহার করে রোহিঙ্গা পরিবারের কাছ থেকে সালিশ-বিচারের নামে অর্থ হাতিয়ে নিচ্ছিলেন।
এ ঘটনায় ভূয়া সরকারি কর্মচারী পরিচয় দিয়ে চাঁদাবাজির অভিযোগে থানায় মামলা দায়ের করা হয়েছে।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউল হক বিষয়টি নিশ্চিত করে জানান, প্রতারণার অভিযোগে এক যুবককে থানায় হস্তান্তর করা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থাগ্রহণ করা হয়েছে।
চাটগাঁ নিউজ/ইব্রাহিম/এমকেএন