পটিয়ায় সৌদি প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

পটিয়া প্রতিনিধি: পটিয়া পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের এরফান আলী মাস্টারের বাড়িতে সাদিয়া আক্তার (২২) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (২৯ আগস্ট) দুপুর আড়াইটার দিকে পটিয়া পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, সাদিয়া আক্তারের স্বামী কায়ছার তানভীর অমি একজন সৌদি প্রবাসী। দুই বছর আগে সাদিয়া আকতারের সাথে অমির পারিবারিকভাবে বিয়ে হয়। তাদের ১১ মাস বয়সী একটি কন্যা সন্তান রয়েছে।

নিহতের শ্বশুর আবদুল আজিজ জানান, দুপুরে জুমার নামাজ শেষে বাসায় ফিরে এসে জানতে পারেন তার পুত্রবধু দরজা বন্ধ করে রুম থেকে বের হচ্ছেন না। ভেতরে নাতনী কান্না করছিলো। পরে পরিবারের সদস্যরা দরজা ভেঙে ঘরে ঢুকে সাদিয়াকে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। দ্রুত উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে পটিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নুরুজ্জামান বলেন, খবর পেয়ে পুলিশ হাসপাতালে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

চাটগাঁ নিউজ/পিবলু/এমকেএন

Scroll to Top