রাঙ্গুনিয়ায় পূর্ব শত্রুতার জেরে বসতঘরে আগুন দেয়ার অভিযোগ

রাঙ্গুনিয়া প্রতিনিধি: রাঙ্গুনিয়ায় পূর্ব শত্রুতার জেরে বসতঘরে আগুন লাগিয়ে দেয়ার অভিযোগ উঠেছে।

বুধবার (২৭ আগস্ট) রাত দুইটার দিকে উপজেলার হোসনাবাদ ইউনিয়নের ৭নং ওয়ার্ড নিশ্চিন্তাপুর লুসাই পাড়া গ্রামের জেবল হোসেনের (৬০) বসতঘরে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে প্রায় এক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন।

সরেজমিনে দেখা গেছে, টিন ও মাটির তৈরি পুরো বসতঘর পুড়ে গেছে। এদিকে সেদিক ছড়ানো অবস্থায় আছে পুড়ে যাওয়া টিন ও ঘরের সামগ্রী।

এসময় জেবল হোসেনের ছেলে মোহাম্মদ রমজান জানান, এটি তাদের চাচা মোহাম্মদ বাচেকের মালিকানাধীন ঘর। তার স্ত্রী বাপের বাড়ি থাকায় এবং তিনি প্রবাসে অবস্থান করায় দীর্ঘদিন ধরে ঘরটি তারা ব্যবহার করে আসছেন। তাদের সাথে পাশের বাড়ির মোহাম্মদ ইউনুসের জায়গা সংক্রান্ত বিরোধ চলে আসছে। এর জেরে তারা আগুন লাগিয়ে দিয়েছে বলে অভিযোগ করেন তিনি। এতে ঘরের দুটি খাঁট, আলমিরা, টেবিল, মূল্যবান সামগ্রীসহ আনুমানিক আড়াই লাখ টাকার মালামাল পুড়ে গেছে।

তিনি আরও জানান, জায়গা সংক্রান্ত বিরোধে গত তিন মাসে মোহাম্মদ ইউনুসের ছেলেরা তাদের একাধিকবার মারধর করেছে। সর্বশেষ এই নিয়ে গত মঙ্গলবার তাদের সাথে মারামারির ঘটনা ঘটে। পরে একইদিন রাত ২টার দিকে প্রতিপক্ষ মোহাম্মদ ইউনুসের ছেলে আজগর, ইসকান্দর, স্থানীয় মান্নানসহ ৬-৭ জন ছেলে ও ২ জন নারী তাদের বসতঘরে হামলা করে।

এতে জেবল হোসেনের স্ত্রী শহর বানু (৪৫), মেয়ে শারমিন আক্তার (২১) এবং পুত্রবধূ আট মাসের গর্ভবতী রূপা আক্তারকে (২৪) মারধর করে এবং ঘরের বাইরে তালা লাগিয়ে চলে যায়। যাওয়ার সময় আগুন লাগিয়ে হত্যার হুমকি দিয়ে যায়। এসময় ৯৯৯ ফোনে দিলে পুলিশ অবরুদ্ধ অবস্থা থেকে তাদের উদ্ধার করে। এর একদিন পর একইদিন রাতে তাদের ঘরে আগুন লাগে। এখন তারা জীবন ঝুঁকিতে আছেন বলে জানান।

প্রতিপক্ষের বক্তব্য জানতে মোহাম্মদ ইউনুসের বসতঘরে গেলেও তাদের কাউকে পাওয়া যায়নি।

জানতে চাইলে রাঙ্গুনিয়া মডেল থানার ওসি এটিএম শিফাতুল মাজদার জানান, আগুন লাগার বিষয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তবে এখনো কোন পক্ষ অভিযোগ দেয়নি। লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেবেন।

চাটগাঁ নিউজ/জগলুল/এমকেএন

Scroll to Top