সাতকানিয়ায় তিনটি ডেন্টাল ক্লিনিককে লক্ষাধিক টাকা অর্থদণ্ড

সাতকানিয়া প্রতিনিধি: চট্টগ্রামের সাতকানিয়ায় যথাযথ ডিগ্রি ছাড়া দন্ত চিকিৎসা চালানোয় তিনটি ডেন্টাল ক্লিনিককে ১ লাখ ৭০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এর মধ্যে দুটি ক্লিনিককে সিলগালা করা হয়েছে।

বুধবার (২৭ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত টানা এক ঘণ্টা অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খোন্দকার মাহমুদুল হাসান।

অভিযানে সাতকানিয়া থানার পাশেই পরিচালিত মিজান ডেন্টালকে ১ লাখ টাকা জরিমানা ও সিলগালা, মেয়র গলির জননী ডেন্টালকে ৫০ হাজার টাকা জরিমানা এবং থানা মোড় সংলগ্ন মডার্ণ ডেন্টালকে ২০ হাজার টাকা জরিমানা ও সিলগালা করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও খোন্দকার মাহমুদুল হাসান বলেন, যথাযত ডিগ্রি ছাড়া কেউ চিকিৎসা কার্যক্রম চালাতে পারবে না। এসব ভুয়া ডেন্টিস্টদের কারণে সাধারণ মানুষ স্বাস্থ্যঝুঁকিতে পড়ছে। জনস্বার্থে অভিযান অব্যাহত থাকবে।

চাটগাঁ নিউজ/দেশপ্রিয়/এমকেএন

Scroll to Top