খাগড়াছড়িতে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে দুদকের হানা

চাটগাঁ নিউজ ডেস্ক: খাগড়াছড়িতে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বিভিন্ন অনিয়মের অভিযোগে দুর্নীতি দমন কমিশন (দুদক) অভিযান পরিচালনা করেছে।

বুধবার (২৭ আগস্ট) সকালে খাগড়াছড়ি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বিভিন্ন অনিয়মের অভিযোগের ভিত্তিতে সদর উপজেলা কৃষি অফিসসহ খাগড়াছড়ি জেলা পরিষদেও দুদক এ অভিযান পরিচালনা করে।

রাঙামাটি অঞ্চলের দুদকের সহকারী পরিচালক আহমেদ ফরহাদের নেতৃত্বে তিন সদস্যের একটি টিম এ অভিযান পরিচালনা করেছেন।

আহমেদ ফরহাদ জানান, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কৃষি বীজ সার সরঞ্জাম বিতরণ প্রকল্পের অর্থ আত্মসাতের অভিযোগ এবং ধান কাটার মেশিন বিতরণে অনিয়ম অভিযোগে অভিযান পরিচালনা করে। এ অভিযোগের সত্যতা যাচাইয়ে অভিযান পরিচালনা করা হচ্ছে এবং তদন্ত শেষে দুদক কমিশনের বরাবর প্রতিবেদন দাখিল করা হবে।

চাটগাঁ নিউজ/এমকেএন

Scroll to Top