শাহবাগ মোড় অচল করে বুয়েট শিক্ষার্থীদের অবস্থান

চাটগাঁ নিউজ ডেস্ক: বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) শিক্ষার্থীরা তিন দফা দাবি নিয়ে শাহবাগ মোড় অচল করে অবস্থান কর্মসূচি পালন করেছে। তাদের সঙ্গে যোগ দিয়েছেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল অনুষদের শিক্ষার্থীরাও।

আজ মঙ্গলবার (২৬ আগস্ট) বেলা সাড়ে ৩টার দিকে শাহবাগ মোড়ে অবস্থান নেন শিক্ষার্থীরা। এতে করে শাহবাগে যান চলাচল বন্ধ হয়ে যায়। আশপাশের এলাকায় সৃষ্টি হয় যানজট।

তিন দফা দাবি ছাড়াও বুয়েটের সাবেক ছাত্র প্রকৌশলী রোকনুজ্জামান রোকনকে হত্যার হুমকির প্রতিবাদ জানিয়েছেন শিক্ষার্থীরা। তীব্র গরমের কারণে বেশিরভাগ শিক্ষার্থী ছাতা মাতায় নিয়ে অবরোধ কর্মসূচি পালন করেন।

এর আগে সোমবার (২৫ আগস্ট) ‘ব্লকেড অফ ইঞ্জিনিয়ার্স’ কর্মসূচির ঘোষণা করেন বুয়েট শিক্ষার্থীরা। পূর্ব ঘোষণা অনুযায়ী আজ তারা শাহবাগ অবরোধ করেন বলে জানা গেছে।

বুয়েটের সাবেক ছাত্র রোকনের ওপর হামলা ও প্রাণনাশের হুমকির ঘটনায় জড়িতদের আইনের আওতায় নিয়ে আসার দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা। একই সঙ্গে প্রকৌশল খাতে সংস্কারের জন্য কমিশন গঠন করে তিন দফা বাস্তবায়নের কথা বলছেন তারা।

শিক্ষার্থীদের তিন দফা দাবি হলো:

‎১. নবম গ্রেডে ৩৩ শতাংশ কোটা রয়েছে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারের জন্য। সেই কোটা বাতিল করে মেধার ভিত্তিতে এ পদে নিয়োগ দিতে হবে।

২. দশম গ্রেডে ১০০ শতাংশ কোটা রয়েছে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার জন্য, তা বাতিল করে সকলের জন্য উন্মুক্ত করতে হবে।

৩. বিএসসি ডিগ্রি ছাড়া ইঞ্জিনিয়ার পদবি ব্যবহার করা যাবে না। যদি এই পদবি ব্যবহার করে তাহলে আইনানুগ ব্যবস্থা নিতে হবে।

চাটগাঁ নিউজ/জেএইচ

Scroll to Top