চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রামের মোহরা এলাকায় বসতবাড়িতে অগ্নিকাণ্ডে এক নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় দগ্ধ হয়েছেন আরও অন্তত তিনজন।
মঙ্গলবার (২৫ আগস্ট) ভোররাতে মোহরার মোল্লার বাড়ি এলাকায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
চট্টগ্রামের ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুম সূত্র জানায়, ভোররাতে একটি বসতবাড়িতে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। সেখানে ১০ লাখ টাকার মতো ক্ষয়ক্ষতি হয়েছে, উদ্ধার করা হয়েছে ৫০ লাখ টাকার মালামাল। একজনের মরদেহও উদ্ধার করা হয়েছে।
কালুরঘাট ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো. ফখরুদ্দিন বলেন, মোহরার একটি বসতবাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। দুটি গাড়ি ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে। সেমি পাকা ঘর থেকে এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে।
এছাড়া আহতবস্থায় ৩ জনকে উদ্ধার করা হয়। তাদেরকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ভোর চারটার দিকে আগুন নির্বাপণ করতে সমর্থ হন বলেও তিনি জানান।
চাটগাঁ নিউজ/জেএইচ