অন্তঃসত্ত্বা নারীকে শ্বাসরোধে হত্যার ৪ বছর পর গ্রেপ্তার পরিকল্পনাকারী

চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রাম নগরীর ইপিজেডে ৬ মাসের অন্তঃসত্ত্বা এক নারীকে শ্বাসরোধ করে হত্যার ঘটনায় মূল পরিকল্পনাকারী মো. আরিফ (৩৫) নামের এক যুবকের গ্রেপ্তার করেছে পুলিশ।

রবিবার (২৪ আগস্ট) নগরীর আতুরার ডিপো এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। সোমবার (২৫ আগস্ট) ইপিজেড থানা পুলিশ এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করে।

গ্রেপ্তার আরিফ কক্সবাজার মহেশখালী উপজেলার কালামারছড়া এলাকার মৃত আছমল আলীর ছেলে। সে গ্রেপ্তার এড়াতে দীর্ঘদিন আত্মগোপনসহ নাম পরিবর্তন করেছিলেন বলে পুলিশ জানায়।

এর আগে ২০২১ সালের ১৬ জুলাই ইপিজেড থানার নারকেল তলা এলাকার একটি বাসায় মাহাবুবা আক্তার (২৪) নামে এক ৬ মাসের অন্তঃসত্ত্বা নারীকে শ্বাসরোধ করে হত্যা করা হয়।

ওই ঘটনায় মামলা হলে ভিকটিমের স্বামীকে গ্রেপ্তার করা হয়। ওই ঘটনায় গ্রেপ্তার আরিফ দেড় লাখ টাকার বিনিময়ে ভাড়াটিয়া ছিলেন বলে জানা যায়। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

চাটগাঁ নিউজ/জেএইচ

Scroll to Top