ফটিকছড়ি প্রতিনিধি: চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নাজিরহাট পৌরসভার ২নম্বর ওয়ার্ডের সুয়াবিল সোবাহান শাহ সড়কের পাশে রোপণ করা প্রায় ৩০ বছর বয়সী পাঁচটি গাছ রাতের আঁধারে কেটে নিয়ে গেছে দুর্বৃত্তরা।
রবিবার (২৪ আগস্ট) দুপুরে সরেজমিনে গিয়ে দেখা যায়, সড়কের প্রবেশ মুখে থাকা বড় বড় গাছের মূল অংশ কেটে নেওয়া হয়েছে। তবে ডালপালা ফেলে রেখে গেছে অজ্ঞাত ব্যক্তিরা।
স্থানীয় ব্যবসায়ী বেলাল জানান, সাবেক চেয়ারম্যান আব্দুর রহিমের সময় সড়কের দুই পাশে শতাধিক গাছ রোপণ করা হয়েছিল। কিন্তু সম্প্রতি দুর্বৃত্তরা সড়কের পুরানো পাঁচটি গাছ কেটে নিয়ে গেছে। তিনি বলেন, কে বা কারা এ কাজ করেছে আমরা জানি না। তবে আমরা এর সঠিক বিচার চাই।
নুরুল ইসলাম নামে এক ব্যক্তি বলেন, আমরা দীর্ঘদিন ধরে এই সড়ক দিয়ে যাতায়াত করি। হঠাৎ দেখি রাতের আঁধারে বড় বড় ৫টা গাছ কেটে নিয়ে গেছে। প্রশাসনের কাছে জোর দাবি জানাচ্ছি, বিষয়টি তদন্ত করে দোষীদের আইনের আওতায় আনা হোক।
এ ব্যাপারে নাজিরহাট পৌরসভার প্রশাসক ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. নজরুল ইসলাম বলেন, বিষয়টি শুনেছি এবং প্রাথমিক তদন্তের চেষ্টা করেছি। তবে এখনো সুনির্দিষ্টভাবে জানা যায়নি কারা গাছ কেটেছে বা নিয়ে গেছে। এজন্য আমরা তিন সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করে আইনি পদক্ষেপ গ্রহণ করব।
চাটগাঁ নিউজ/আনোয়ার/এমকেএন