রাঙ্গুনিয়ায় আঞ্জুমানে রহমানিয়ার মইনীয়া মাইজভাণ্ডারীয়ার বর্ণাঢ্য জশনে জুলুস

রাঙ্গুনিয়া প্রতিনিধি: পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে প্রতিবারের মতো এবারও রাঙ্গুনিয়ায় জশনে জুলুস (র‍্যালি) করেছে আঞ্জুমানে রহমানিয়া মইনীয়া মাইজভাণ্ডারীয়া, মইনীয়া যুব ফোরাম ও মইনীয়া ওলামা মাশায়েক ফোরাম রাঙ্গুনিয়া শাখা।

সোমবার (২৫ আগস্ট) সকাল ১০টার দিকে রাঙ্গুনিয়ার পোমরা জামেয়া নঈমীয়া তৈয়্যবিয়া মাদ্রাসা মাঠ থেকে জুলুসটি বের হয়।

মাইজভান্ডার দরবার শরীফে সাজ্জাদনশীন রাহবারে শরীয়ত ও তরিক্বত মৌলানা শাহসুফী সৈয়দ সাইফুদ্দীন আহমেদ আল হাসানী ওয়াল হোসাইনী আল মাইজভান্ডারি (মা.)-এর আহবানে সাড়া দিয়ে মাইজভাণ্ডারির অনুসারী, সমর্থক এবং বিভিন্ন স্তরের সুন্নী জনতারা জুলুসে অংশ নেন।

এটি কাপ্তাই সড়কের বিভিন্ন স্টেশন প্রদক্ষিণ শেষে উপজেলা সদরের মডেল মসজিদ প্রাঙ্গনে গিয়ে সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন আঞ্জুমামে রহমানীয়া চট্টগ্রাম উত্তরজেলার আহবায়ক ওয়াহিদুল কবির চৌধুরী। মইনীয় যুব ফোরাম কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক এবং জুলুসের আহবায়ক আকবর হোসেন রুবেল মাইজভাণ্ডারীর সঞ্চালনায় এতে প্রধান অতিথির বক্তব্য দেন খলিফা কাজী শহিদুল্লাহ মাইজভান্ডারী।

বিশেষ অতিথি ছিলেন মাওলানা মিনহাজুল ইসলাম মাইজভান্ডারী, হাফেজ নঈম উদ্দিন মাইজভান্ডারী, আঞ্জুমানের রাঙ্গুনিয়া উপজেলার আহবায়ক এবং জুলুসের সদস্য সচিব আবদুল আলী সওদাগর, প্রবাসী সাইফুল ইসলাম, খলিফা রেজাউল করিম, খলিফা রহুল আমিন মাইজভান্ডারী, খলিফা শামসুল আলম মাইজভান্ডার, আঞ্জুমানের পোমরা ইউনিয়নের সভাপতি আবু মেম্বার, সাধারণ সম্পাদক আবদুল জব্বার, মঞ্জুরুল ইসলাম, রাউজান উপজেলা আঞ্জুমানের আহবায়ক আব্দুল কুদ্দুস, আবু সওদাগর, মাস্টার মোহাম্মদ মুছা, নেজাম উদ্দিন, মাওলানা ইকবাল হোসেন মাইজভান্ডারী, মাওলানা মুজিবুল বশর মাইজভান্ডারী, মাওলানা মোরশেদুল আলম মাইজভান্ডারী, নঈম সওদাগর প্রমুখ।

সমাবেশে দেশের বিভিন্নস্থানে মাজারে হামলা-ভাংচুরের তীব্র প্রতিবাদ জানানো হয়। পৃথিবীর বুকে আল্লাহর রহমত হিসেবে আবির্ভূত হন প্রিয় নবী হজরত মুহাম্মদ (সা.)। তিনি সমগ্র বিশ্ববাসীর জন্য সর্বোত্তম আদর্শের শিক্ষাদাতা হিসেবে আবির্ভূত হয়ে তাঁর সুন্দরতম আদর্শের মাধ্যমে পৃথিবীতে শান্তি-সৌহার্দ্য, সাম্য-মানবতা প্রতিষ্ঠা করেন। মাহফিল শেষে দেশ-জাতির উন্নতি, সমৃদ্ধি কামনায় মোনাজাত করা হয়।

চাটগাঁ নিউজ/জগলুল/এমকেএন

 

Scroll to Top