ফটিকছড়ি বিএনপির দু’গ্রুপের সংঘর্ষ, আহত ২
চাঁদাবাজদের বিরুদ্ধে মানববন্ধন

চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রামের ফটিকছড়িতে একটি মানববন্ধনকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ২ জনের আহত হওয়ার খবর পাওয়া গেছে।

সোমবার (২৫ আগস্ট) দুপুর থেকে ঢাকা-খাগড়াছড়ি আঞ্চলিক মহাসড়কের নারায়নহাটের হেয়াকো এলাকায় এ সংঘর্ষের সূত্রপাত। ঘটনাস্থলে পুলিশ ও বিজিবি উপস্থিত থেকে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, আজ দুপুরে স্থানীয় বাজারে চাঁদাবাজির বিরুদ্ধে মানববন্ধন করেন উপজেলা বিএনপির আহ্বায়ক আজিম উল্লাহ বাহার চৌধুরী সমর্থিত একটি গ্রুপ। মানববন্ধনের কারণে সড়ক বন্ধ হলে মহাসড়কের দুই পাশে শতাধিক গাড়ি আটকা পড়ে। পরে ফটিকছড়ি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নজরুল ইসলামের আশ্বাসে তা  প্রত্যাহার করা হয়। তবে কিছুক্ষণ পরই আজিম উল্লাহ বাহার গ্রুপ এবং জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক সরওয়ার আলমগীরের গ্রুপের মধ্যে তুমুল সংঘর্ষ শুরু হয়। ধাওয়া-পাল্টা ধাওয়ায় পুরো বাজার এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

ওই এলাকার মেম্বার মো. কামাল বলেন, মানববন্ধনকে কেন্দ্র দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। হামলায় দুইজন আহত হয়েছেন। তাৎক্ষণিক তাদের নাম পরিচয় জানা যায়নি।

ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোজাম্মেল হক চৌধুরী বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত পুলিশ ও বিজিবি মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি থমথমে। জরুরি অবস্থা জারির জন্য জেলা প্রশাসক বরাবর আবেদন করা হয়েছে।

চাটগাঁ নিউজ/জেএইচ

Scroll to Top