হালদা নদী থেকে মৃত ডলফিন উদ্ধার

চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রাম হালদা নদী থেকে মৃত ডলফিন উদ্ধার করেছে নৌ-পুলিশ। সোমবার (২৫ আগস্ট) মধুনাঘাট কাটাখালি শাখা খাল থেকে এ ডলফিন উদ্ধার করা হয়।

জানা যায়, হালদা নদীর মধুনাঘাট কাটাখালি শাখা খাল থেকে ভাসমান অবস্থায় স্থানীয়রা ডলফিন দেখতে পেয়ে নৌ পুলিশকে খবর দিলে তারা ডলফিনটি উদ্ধার করে।

বিষয়টি নিশ্চিত করে হাটহাজারী উপজেলার উত্তর মার্দাশা রামদাশ মুন্সিরহাট নৌ-পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) রমজান আলী বলেন, ডলফিনটি হালদা নদীতে ভাসতে দেখে উদ্ধার করে নিয়ে আসা হয়। কি কারণে ডলফিনটি কিভাবে মারা গেছে তা বিস্তারিত পরে জানানো হবে।

চাটগাঁ নিউজ/এমকেএন

Scroll to Top