ঈদগাঁও (কক্সবাজার) প্রতিনিধি: কক্সবাজারের ঈদগাঁওয়ে নলকূপের গর্তের পানিতে ডুবে মাজেদুল ইসলাম মাহিন নামের ৩ বছর বয়সী এক শিশুর করুন মৃত্যু হয়েছে। মাহিন উক্ত এলাকার সৌদি প্রবাসী আবু শামার সন্তান।
সোমবার (২৫ আগস্ট) দুপুর সাড়ে ১২ টার দিকে উপজেলার পোকখালী ইউনিয়নের ৫নং ওয়ার্ড দক্ষিণ নাইক্যংদিয়া গ্রামে ঘটে এ ঘটনা।
পোকখালী ইউনিয়ন পরিষদ সদস্য সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
স্থানীয়রা জানান, গত ২ দিন আগে বসত ভিটায় নলকূপ স্থাপনের কাজ শেষ হলেও কাজে ব্যবহারের জন্য খননকৃত গর্তটি ভরাট অথবা তার চতুর্পাশে সতর্কতা মূলক কোনো ব্যবস্থা নেয়নি। যার দরুন গভীর এ গর্তে অব্যাহত বৃষ্টির পানি জমে। শিশু মাজেদ পরিবারের সদস্যদের অগোচরে গর্তে পড়ে গেলে মর্মান্তিক এ মৃত্যুর ঘটনা ঘটে। ভাসমান অবস্থায় শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় পরিবারে শোকের ছায়া বিরাজ করছে।
চাটগাঁ নিউজ/সেলিম/এমকেএন