পড়া হয়েছে: 57
সীতাকুণ্ড প্রতিনিধি: সীতাকুণ্ডে ফজর নামাজ শেষে বাড়ি ফেরার পথে সড়ক পারাপারের সময় অজ্ঞাত গাড়ির ধাক্কায় মো. ইউনুস মিয়া (৮০) নামের এক বৃদ্ধ নিহত হয়েছে।
সোমবার (২৫ আগস্ট) ভোর সাড়ে ৫টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বটতল এলাকায় চট্টগ্রামমুখী লেনে এই ঘটনা ঘটে।
নিহত বৃদ্ধ সীতাকুণ্ড পৌরসভার ইয়াকুবনগর গ্রামের খলিফা বাড়ি নিবাসী মৃত ইমাম শরীফের পুত্র।
স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পশ্চিম পাশে বটতল জামে মসজিদে ফজরের নামাজ শেষ করে বাড়ি ফেরার পথে অজ্ঞাত গাড়ির ধাক্কায় ইউনুস মিয়া ঘটনাস্থলে মারা যান। তাকে স্থানীয়রা উদ্ধার করে বাড়িতে নিয়ে আসে।
কুমিরা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. জাকির রাব্বানী বলেন, সড়ক দুর্ঘটনায় বৃদ্ধ নিহতের বিষয়টি আপনার কাছে জানলাম। খোঁজখবর নিয়ে বিষয়টি দেখছি।
চাটগাঁ নিউজ/দুলু/এমকেএন