সীতাকুণ্ডে নামাজ শেষে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধ নিহত

সীতাকুণ্ড প্রতিনিধি: সীতাকুণ্ডে ফজর নামাজ শেষে বাড়ি ফেরার পথে সড়ক পারাপারের সময় অজ্ঞাত গাড়ির ধাক্কায় মো. ইউনুস মিয়া (৮০) নামের এক বৃদ্ধ নিহত হয়েছে।

সোমবার (২৫ আগস্ট) ভোর সাড়ে ৫টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বটতল এলাকায় চট্টগ্রামমুখী লেনে এই ঘটনা ঘটে।

নিহত বৃদ্ধ সীতাকুণ্ড পৌরসভার ইয়াকুবনগর গ্রামের খলিফা বাড়ি নিবাসী মৃত ইমাম শরীফের পুত্র।

স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পশ্চিম পাশে বটতল জামে মসজিদে ফজরের নামাজ শেষ করে বাড়ি ফেরার পথে অজ্ঞাত গাড়ির ধাক্কায় ইউনুস মিয়া ঘটনাস্থলে মারা যান। তাকে স্থানীয়রা উদ্ধার করে বাড়িতে নিয়ে আসে। ‎

কুমিরা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. জাকির রাব্বানী বলেন, সড়ক দুর্ঘটনায় বৃদ্ধ নিহতের বিষয়টি আপনার কাছে জানলাম। খোঁজখবর নিয়ে বিষয়টি দেখছি।

চাটগাঁ নিউজ/দুলু/এমকেএন

Scroll to Top