চাটগাঁ নিউজ ডেস্ক: অপহরণের দেড় দিন পর ১৮ মাস বয়সী শিশু আয়াতকে হাটহাজারী থানাধীন নজুমিয়া হাট থেকে উদ্ধার করেছে ডবলমুরিং থানা পুলিশ। এ ঘটনায় নারীসহ অভিযুক্ত তিনজনকে গ্রেফতার করা হয়েছে।
আজ সোমবার (২৫ আগস্ট) ভোরে চট্টগ্রামের হাটহাজারী থানাধীন নজুমিয়া হাট থেকে শিশুটিকে উদ্ধার করা হয়। এর আগে গত শনিবার বিকেলে নগরের বেপারীপাড়া থেকে শিশুটি অপহরণ হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবুল আজাদ। তিনি বলেন, গতকাল রবিবার থানায় মামলা দায়েরের পর রাতে অভিযান চালিয়ে হাটহাজারী থেকে শিশু আয়াতকে উদ্ধার করা হয়। এসময় শিশুটিকে অপহরণের জন্য তিনজনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার আসামীরা হলেন, মো: শফি, ফারজানা আক্তার রিয়া ও মো: বেলাল উদ্দীন সোহেল।
পুলিশ সূত্র ও ভুক্তভোগীদের বক্তব্যে জানা যায়, পারিবারিক দন্ধের জেরে শিশু আয়াতকে গত শনিবার অপহরণ করে নিয়ে যায় ভাগিনা ইশান। এর আগে মামা শরীফের বাড়িতে বেড়াতে যায় সে। এসময় মামাত ভাইকে চকলেটের লোভ দেখিয়ে দোকানে নিয়ে যাওয়ার কথা বলে অপহরণ করে নিয়ে যায়।
পরে অনেক খোঁজাখুজির পর শিশুটিকে পাওয়া না গেলে তারা ডবলমুরিং থানায় একটি অভিযোগ দায়ের করে। সেই সূত্র ধরে গত দুইদিন টানা রুদ্ধশ্বাস অভিযান পরিচালনা করে হাট হাটহাজারী থেকে শিশুটিকে উদ্ধার করা হয়। এর আগে পুলিশ কক্সবাজার, খাগড়াছড়িসহ একাধিক স্থানে অভিযান পরিচালনা করে।
গ্রেপ্তার আসামীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা শেষে তাদের আদালতে প্রেরণ করা হবে বলেও জানিয়েছেন ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবুল আজাদ।
চাটগাঁ নিউজ/এমকেএন/জেএইচ