চন্দ্রঘোনায় ১০৫ লিটার চোলাই মদসহ আটক ২

কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি: রাঙামাটির কাপ্তাই উপজেলাধীন চন্দ্রঘোনা থানা পুলিশের অভিযানে ১০৫ লিটার চোলাই মদসহ দুই জনকে আটক করা হয়েছে। সেই সাথে চোলাই মদ পাচারে ব্যবহৃত সিএনজি অটোরিকশা জব্দ করা হয়েছে।

আটককৃত মো. হাসান এবং মোহাম্মদ দিদারুল আলম চট্টগ্রাম জেলার বোয়ালখালী উপজেলার চরনদ্বীপ এলাকার বাসিন্দা বলে জানান চন্দ্রঘোনা থানার ওসি মুহাম্মদ শাহজাহান কামাল।

ওসি আরোও জানান গতকাল শনিবার (২৩ আগস্ট) ১টা ১০ মিনিটে থানার এসআই এস. এম. রবিউল আমিন, এসআই বিষ্ণুপদ হীরা এবং সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করে চন্দ্রঘোনা থানার আওতাধীন রাজস্থলী উপজেলাে ৩নং বাঙ্গালহালিয়া ইউনিয়নের বাঙ্গালহালিয়া টু বান্দরবান সড়কের বাঙ্গালহালিয়া নন্দবংশ আন্তর্জাতিক ভাবনা বিদর্শন কেন্দ্র ফলকের সামনে পাকা রাস্তার উপর হতে সিএনজি অটোরিকশা করে পাচারকালে ১০৫ লিটার চোলাই মদসহ দুই জনকে আটক করা হয়। সেই সাথে চোলাই মদ পাচারে ব্যবহৃত ১টি সিএনজি অটোরিকশা জব্দ করা হয়।

ওসি জানান গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে চন্দ্রঘোনা থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে আসামীদেরকে রবিবার সকালে রাঙামাটি বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে।

চাটগাঁ নিউজ/ঝুলন/এমকেএন

Scroll to Top